বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুক্তায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি

  •    
  • ৮ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৫১

জাতির পিতার প্রতিকৃতি মুক্তায় ফুটিয়ে তুলতে ৮ মাস সময় লেগেছে জানিয়ে ড. নজরুল ইসলাম বলেন, ‘আমি এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’

ঝিনুকের গর্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এক কৃষি উদ্যোক্তা।

মাছের সঙ্গে মুক্তা চাষ করে সফলতাও পেয়েছেন উদ্যোক্তা ড. নজরুল ইসলাম।

কোটচাঁদপুর উপজেলার কৃষক পরিবারের সন্তান নজরুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ফিশারিজ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তারপর তিনি উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমান। গবেষণা করেন সামুদ্রিক প্রবালের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে। তিনি জাপানের সিজুওকা ইউনিভার্সিটি থেকে ডক্টর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে যোগ দেন জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকাতে।

করোনা মহামারির কারণে চাকরি হারিয়ে গ্রামে ফিরে ২০২১ সালের জানুয়ারিতে ৩ দশমিক ৩ একর জমিতে গড়ে তোলেন ‘রাইয়ান জৈব-কৃষি’ প্রকল্প।

প্রকল্প এলাকায় রয়েছে দুটি পুকুরসহ প্রায় ৩০ প্রজাতির ফলদ ও মসলা জাতীয় উদ্ভিদ। আছে শাক-সবজিও।একটি পুকুরে একই বছর দেশীয় প্রজাতির ঝিনুক সংরক্ষণ ও মুক্তা চাষ শুরু করেন তিনি।

নজরুল ইসলাম জানান, রাইয়ান পার্ল হারবার প্রকল্পে ২ হাজার ঝিনুকে মুক্তা চাষ শুরু করেন। এর মধ্যে ২০ থেকে ৩০টি ঝিনুকে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরিতে ফ্রেম বসিয়েছেন। অন্যগুলি থেকে দুল, আংটিসহ নানা অলংকার পাবার আশা করছেন। সবকিছু ঠিক থাকলে এ বছর ৮ থেকে ১০ লাখ টাকার মুক্তা বিক্রয় হবে।

মুক্তায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘মুক্তা চাষ করতে গিয়ে আমার মনে হলো জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তায় ফুটিয়ে তোলা যায় কি না। এ জন্য আমি মুক্তার গর্ভে তার প্রতিকৃতির কাঠামো তৈরি করেছিলাম। দিনে দিনে সেই কাঠামো মুক্তায় পরিণত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি হয়েছে।’

জাতির পিতার প্রতিকৃতি মুক্তায় ফুটিয়ে তুলতে ৮ মাস সময় লেগেছে জানিয়ে তিনি বলেন, ‘আমি এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’

ড. নজরুল বলেন, ‘মাছের সঙ্গে মুক্তা চাষ করতে ঝিনুকের জন্য বাড়তি কোনো খাবার দিতে হয় না। এটির ব্যবস্থাপনা খুব বেশি জটিল কিছু নয়।’

কোটচাদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার নিউজবাংলাকে বলেন, ‘উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে গত বছর ৬০ জনকে মুক্তা চাষের ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছিল। মুক্তা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারে।

‘তবে এর বাজার তৈরি করতে হবে। সম্ভাবনাময় এ খাতকে দেশব্যাপী ছড়িয়ে দিলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।’

এ বিভাগের আরো খবর