বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পানির দাম বাড়ানোয় আন্দোলনের হুঁশিয়ারি

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২২ ২১:৪৯

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিয়েছে ওয়াসা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে গণমানুষের আয়ের সঙ্গে সংগতি রেখে পানির দাম পুনর্নির্ধারণ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

ওয়াসার পানির দাম তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সোমবার সকালে সংগ্রাম পরিষদের মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে।

পানির বাড়তি দাম প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।মানববন্ধনে তিনি বলেন, ‘গণশুনানি ছাড়া রাজশাহী ওয়াসা এক লাফে পানির দাম তিন গুণ বাড়িয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে তাদের বেঁধে দেয়া নতুন দাম কার্যকর করা হয়।

‘ওয়াসার সরবরাহ করা পানি নোংরা, দূষিত ও পানের অযোগ্য। সম্প্রতি এক প্রতিবেদনে ওয়াসার সরবরাহ করা পানিতে মানুষের মল বা কলিফম ব্যাকটেরিয়া পাওয়ার কথা প্রকাশিত হয়েছে। এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই ওয়াসার।’তিনি আরও বলেন, ‘পানি বিশুদ্ধকরণের নামে বিভিন্ন সময়ে কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও সেগুলো মুখথুবড়ে পড়েছে। এখন আগের পদ্ধতিতেই পানি সরবরাহ হচ্ছে। রাজশাহী ওয়াসা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। করোনার মধ্যে এটি আত্মঘাতী সিদ্ধান্ত।’

অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজশাহীর গণমানুষের আয়ের সঙ্গে সংগতি রেখে গণশুনানির মাধ্যমে পানির দাম পুনর্নির্ধারণের দাবি জানান তিনি। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামাত খান।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশিস প্রমাণিক দেবু, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন।১ ফেব্রুয়ারি থেকে আবাসিক ও বাণিজ্যিক উভয়ের ক্ষেত্রে পানির দাম পুরোপুরি তিন গুণ বাড়িয়েছে রাজশাহী ওয়াসা। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, বিদ্যমান অবস্থায় পানির দাম তিন গুণ বাড়ানোর পরও উৎপাদন ব্যয়ের চেয়ে পানির মূল্য কম থাকবে।

ওয়াসা জানায়, প্রতি হাজার লিটার পানির উৎপাদন ব্যয় ৮ টাকা ৯০ পয়সা, দাম বাড়ানোর পরও সমপরিমাণ পানির জন্য আবাসিক গ্রাহকরা দেবেন ৬ টাকা ৮১ পয়সা। তবে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি হাজার লিটার পানির দাম হবে ১৩ টাকা ৬২ পয়সা।

রাজশাহী ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক তুহিনুর আলম জানান, নতুন রেট কার্যকর হয়েছে। এই বিল তিন মাস পরে যাবে।

তিনি বলেন, ‘পানির বিল বাড়ানোয় মানুষ মন খারাপ করছে, এটাই স্বাভাবিক। তবে এটা বাধ্য হয়েই করতে হচ্ছে। আমরা উৎপাদন খরচের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করেছি। এখনও পানির যে দাম, তা উৎপাদন খরচের চেয়ে কম।’

সেবার মান ও পানির গুণগত মান উন্নয়নে কাজ চলেছে বলে জানান ওয়াসা কর্মকর্তা তুহিনুর আলম।

এ বিভাগের আরো খবর