বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাফারি পার্কে মৃত প্রাণীর খাবারের নমুনা নিল সিআইডি

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৫১

নমুনাগুলো সিআইডির ল্যাবে পরীক্ষা করে প্রাণী মৃত্যুর সঠিক কারণ বের করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

একের পর এক প্রাণীর মৃত্যুর ঘটনা তদন্তে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ডা. নাজমুল করিম খানের নেতৃত্বে সোমবার দুপুরে সিআইডির কেমিক্যাল ল্যাব টিম পার্ক থেকে মৃত প্রাণীগুলোর খাবার ও পরিবেশের নমুনা সংগ্রহ, কথা বলেছে কর্মীদের সঙ্গে।

সিআইডির ওই দলে ছিলেন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন, গাজীপুর জেলা সিআইডির এসপি মোহাম্মদ রিয়াজুর হক ও এডিসি শিক্ষা অঞ্জন কুমার সরকার।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সিআইডি প্রাণীদের সরবরাহ করা খাবার, মাটি ও পানি থেকে নমুনা নিয়েছে।

নমুনাগুলো সিআইডির ল্যাবে পরীক্ষা করে প্রাণী মৃত্যুর সঠিক কারণ বের করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।

তিনি জানান, ল্যাবের রিপোর্ট মন্ত্রণালয়ের তদন্ত কমিটিকে দেয়া হবে।

দেশের বৃহৎ এই সাফারি পার্কের টালমাটাল পরিস্থিতিতে রোববার বিকেল ৪টায় সাফারি পার্ক পরিদর্শনে আসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা সিসি ক্যামেরা লাগাব। আর মৃত্যুর ঘটনা গোপন যদি করা হয়ে থাকে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেন মৃত্যুর বিষয়টি গোপন করা হলো সেই রহস্য উদ্ঘাটন করব।’

জানুয়ারি থেকে একের পর এক পার্কে মারা গেছে ১১টি জেব্রা এবং একটি করে বাঘ ও সিংহী। পার্কের অব্যবস্থাপনা, পার্কের কর্মকর্তাদের কোন্দলসহ নানা খবর প্রকাশের পর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য ১০ দিনের সময় নির্ধারণ করে দেয়া হয়। এরই মধ্যে পার্কের প্রকল্প পরিচালক, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভেটেরিনারি কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়।

এ বিভাগের আরো খবর