চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে লক্ষাধিক টাকার সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের কর্মচারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ও সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া একই ওয়ার্ডের ওয়ার্ডবয় মোহাম্মদ সৈয়দ।
সোমবার বেলা ৩টার দিকে মেডিক্যাল গোলচত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।
তিনি জানান, হাসপাতালের কর্মচারীসহ দুজনকে মেডিক্যাল গোলচত্বর থেকে সরকারি ওষুধ পাচারকালে আটক করা হয়েছে। জব্দ তালিকায় ওষুধের আর্থিক মূল্য লক্ষাধিক টাকা।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান নিউজবাংলাকে বলেন, ‘আটকের বিষয়টি জানার পর আমরা তাদের বিরুদ্ধে খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে পরবর্তী সময়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ।’