বগুড়ার আদমদীঘিতে চাচাতো দুই বোনকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার দুজনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই দুই যুবক তরুণীদের পূর্বপরিচিত। তাদের একাধিকবার বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছেন। এমন দাবির পরিপ্রেক্ষিতে ধর্ষণ মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
রোববার এক তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেন।
গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বিহিগ্রাম বাপিহারপাড়ার ২২ বছরের সিহাব এবং একই গ্রামের ২৩ বছরের মো. মিন্টু।
এসব তথ্য নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, তাদের বয়স ১৮ ও ১৯। শনিবার চাচাতো দুই বোন নিজ বাড়ির দোতলায় একটি ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার সময় ওই দুই যুবক তাদের ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তাদের চিৎকারে পরিবারের লোকজন সেখানে গিয়ে ওই দুই যুবককে আটক করেন।
পরে পুলিশের কাছে চাচাতো দুই বোন জানান, সিহাব ও মিন্টু তাদের বন্ধু। বিয়ের প্রলোভনে এর আগেও একাধিকবার ধর্ষণ করেছেন।
ওসি জালাল উদ্দীন বলেন, ‘তরুণীদের এমন দাবির ওপর ভিত্তি করে ধর্ষণের মামলা নেয়া হয়। এ ছাড়া মামলায় দুই যুবকের বিরুদ্ধে ১০ ধারার শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। আদালতের নির্দেশে দুই তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।’