রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন বিজ্ঞান ভবনের নাম ‘মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’ নামকরণ করে সাইনবোর্ড টাঙিয়েছে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
অনুষদের ২০ শিক্ষার্থী সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সাইনবোর্ড টাঙিয়েছেন।
এ সময় চারুকলা অনুষদের শিক্ষার্থী কাদিরুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনের কাছে হিমেলের নামে অ্যাকাডেমিক ভবনের দাবি জানিয়েছিলাম। প্রশাসন সেই দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে। এটি কেবল একটি সাইনবোর্ড নয়, এটি আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।’
একই অনুষদের শিক্ষার্থী আল-আমীন ইসলাম বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভবনের নামকরণের এ সাইনবোর্ড দাবিকে জোরদার করে দৃশ্যমান রাখবে।
‘এ ছাড়া বিভিন্ন সময় সড়কে আমাদের জীবন বিপন্ন হয়, ঝরে পড়ে কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি আমরা দেখি না। এই অব্যবস্থাপনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি এটি।’
এর আগে গত ফেব্রুয়ারি রাতে নির্মাণাধীন ভবনের সামনে পাথরবাহী ট্রাকের চাপায় মাহমুদ হাবিব হিমেল নিহত হন। তখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থলে নির্মিত ভবনটি হিমেলের নামে নামকরণের দাবি জানিয়ে আসছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারও শিক্ষার্থীদের এ দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন।