চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের পর দুটি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দুই কেন্দ্রে সোমবার বেলা ১১টার দিকে ভোট স্থগিত করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মণ্ডল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। দুই কেন্দ্রের ভোটের সরঞ্জাম ফেরত নিয়ে যাওয়া হচ্ছে।’
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগরিয়া ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খাগরিয়া ইউনিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলির আওয়াজ পাওয়া যায়। তবে কারা গুলি করেছে তা জানা যায়নি। কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণও হয়।