সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি হয়েছে। এ সময় কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ করা হয়।
গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খাগরিয়া ইউনিয়নের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নৌকার চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে গুলির আওয়াজ পাওয়া যায়। তবে কারা গুলি করেছে তা জানা যায়নি। কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণও হয়।
এ ঘটনায় ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। তবে ভোট স্থগিত ঘোষণা করা হয়নি।
ওমর ফারুক বলেন, ‘ভোট স্থগিত করা হয়নি। আমরা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছি।’
সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ওই ইউনিয়নে যাচ্ছি। এখন পর্যন্ত দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় কতজন আহত হয়েছে তা নিশ্চিত করতে পারছি না।’