বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যাতায়াত বিড়ম্বনায় জগন্নাথের শিক্ষার্থীরা

  •    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২২ ০১:২৫

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্- মাসুদ বলেন, ‘একদিনে কমপক্ষে দুটি ডিপার্টমেন্টের পরীক্ষা হলে তবেই আমরা পরিবহন সেবা চালু রাখতে পারবো৷ দূর দূরান্ত থেকে বাসগুলো খালি আসে, এতো খরচ করে স্বল্প কয়েকজন শিক্ষার্থীর জন্য বাস চালু রাখার মানে হয় না।’

করোনা পরিস্থিতিতে চলাচল করছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো। তবে শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকলেও ক্যাম্পাস অনেকটাই সচল লিখিত পরীক্ষাসহ নানা কাজে। এ অবস্থায় যাতায়াত নিয়ে বিড়ম্বনায় অনাবাসিক বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা মোতাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শ্রেণীকক্ষে পাঠদান এখন বন্ধ। তবে অনলাইনে সব ধরনের ক্লাস নেয়া এবং চলমান সেমিস্টার ফাইনালের লিখিত পরীক্ষাগুলো সশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সশরীরে পরীক্ষা চললেও বন্ধ রয়েছে নিজস্ব পরিবহন সুবিধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস ঢাকার আশেপাশের বিভিন্ন জেলার শিক্ষার্থীদের নিয়মিত ক্যাম্পাসে আনা নেয়া করে। সেসব বাসগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হৃত্তিক আচার্য নিউজবাংলাকে বলেন, ‘পরিসংখ্যান বিভাগে সব ব্যাচেরই সকাল ৯ টা থেকে পরীক্ষা শুরু হয়। শুধুমাত্র প্রথম বর্ষেই ছয়জন শিক্ষার্থী নরসিংদী থেকে যাতায়াত করে পরীক্ষা দিচ্ছেন।’

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড অনুষদের বেশিরভাগ বিভাগে পুরোদমে পরীক্ষা চলছে। কষ্ট হলেও লোকাল বাসে যাতায়াত করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্- মাসুদ নিউজবাংলাকে বলেন, ‘একদিনে কমপক্ষে দুটি ডিপার্টমেন্টের পরীক্ষা হলে তবেই আমরা পরিবহন সেবা চালু রাখতে পারবো৷ দূর দূরান্ত থেকে বাসগুলো খালি আসে, এতো খরচ করে স্বল্প কয়েকজন শিক্ষার্থীর জন্য বাস চালু রাখার মানে হয় না।

‘আগে আমরা বাসগুলো চালু রেখেছিলাম। আমরা প্রতিটি ডিপার্টমেন্টে খোঁজ নিচ্ছি, দুটি ডিপার্টমেন্টের পরীক্ষা একদিনে থাকলে আমরা বাস চালু রাখবো।’

এদিকে শিক্ষার্থীরা জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষা থাকলেও বাস চালুর সিদ্ধান্ত হয়নি। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা তাদের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করলেও অন্য বিভাগের শিক্ষার্থীরা তা করেননি। তাই বাস বন্ধ রয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি দুই সপ্তাহের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় সরকার। পরে তা আরও দুই সপ্তাহ বেড়েছে। সরকারি সিদ্ধান্ত মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সশরীরে পাঠদান বন্ধ রেখে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়। তবে অর্ধেক জনবলে অফিস খোলা রাখা ও সশরীরে পরীক্ষা গ্রহণ করার কথা জানায় জবি প্রশাসন।

এ বিভাগের আরো খবর