দালালদের খপ্পড়ে পড়ে ইতালি যাওয়ার পথে ফরিদপুরের নগরকান্দার ৩ যুবক নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন নগরকান্দার কাইচাইল ইউনিয়নের ছোট নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বর ও তুহিন মাতুব্বর।
নগরকান্দা থানা মিলনায়তনে সংবাদ সম্মেলনে রোববার দুপুরে এ তথ্য জানান উপপরিদর্শক (এসআই) পিযুষ কান্তি দে।
তিনি জানান, কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বর ১০ জনকে আসামি করে থানায় মানবপাচারের অভিযোগ দেন। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলায় বলা হয়েছে, ফারুকের ছেলে ফয়সাল মাতুব্বর এবং একই গ্রামের সামিউল শেখ ও নাজমুল মিয়া লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত বছরের ১৭ ডিসেম্বর বাড়ি থেকে বের হন।
তাদের ঢাকায় নিয়ে যান মানবপাচার চক্রের সদস্যরা। লিবিয়ায় পৌঁছানোর পর ওই তিনজনের সঙ্গে পরিবারের কথা হয়। এমনকি ইতালি যাওয়ার সময়েও তাদের সঙ্গে কথা হয় বলে জানায় পরিবার।
মামলায় অভিযোগ করা হয়, তিনজনের সঙ্গে সবশেষ গত ২৭ জানুয়ারি কথা হয়। তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। ছেলেদের খোঁজ না পেয়ে অভিভাবকদের পক্ষে থানায় অভিযোগ করেন ফারুক মাতুব্বর।
এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এসআই পিযুষ।