বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জগন্নাথে ছাত্রী হলের আসন বরাদ্দ ২-১ দিনের মধ্যে

  •    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৫৮

হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘হলের শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা সোম-মঙ্গলবারের মধ্যে দেয়া হবে। রোববার দেয়ার কথা ছিল, কিন্তু এদিন হলের লোকবল নেয়ার বিষয়ে একটি বোর্ড হচ্ছে। সফটওয়্যার তৈরি হয়ে গেছে, এখন শুধু উপাচার্যের সামনে উন্মুক্ত করা হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দের জন্য ৬২৪ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা দু-এক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম নিউজবাংলাকে রোববার রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হলের শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা সোম-মঙ্গলবারের মধ্যে দেয়া হবে। রোববার দেয়ার কথা ছিল, কিন্তু এদিন হলের লোকবল নেয়ার বিষয়ে একটি বোর্ড হচ্ছে। সফটওয়্যার তৈরি হয়ে গেছে, এখন শুধু উপাচার্যের সামনে উন্মুক্ত করা হবে।’

২০২০ সালের অক্টোবরে বিশ্ববিদ্যালয় দিবসে এ হলের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় এক বছর পর আসন বরাদ্দের জন্য ছাত্রীদের থেকে আবেদন নেয় হল কর্তৃপক্ষ। তবে আবেদনের পর এত সময় গড়িয়ে গেলেও এখনও আসন বরাদ্দ হয়নি।

১৬ তলাবিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের জন্য মোট ১৫৬টি কক্ষ, একটি পাঠাগার, একটি ক্যান্টিন, একটি ডাইনিং, প্রতি তলায় সাতটি করে শৌচাগার, নয়টি গোসলখানা ও চারটি লিফট আছে।

হলের প্রতি কক্ষে চার ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকের জন্য আলাদা খাট, পড়ার টেবিল ও লকারের ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিভাগের আরো খবর