রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোতালা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মিরপুর-১১ নম্বর সাংবাদিক প্লটের পাশে রোববার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী ওই শ্রমিকের নাম মো. জাহাঙ্গীর।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর জাহাঙ্গীর মারা যান।
তার সহকর্মী করিম উদ্দিন বলেন, ‘দুপুরে মিরপুর-১১ নম্বর সাংবাদিক প্লটের পাশে একটি নির্মাণাধীন তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় বাঁশের মাচা বাঁধছিলেন জাহাঙ্গীর। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।
‘তাকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়। দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিকেল ৩টায় তিনি মারা যান।’
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে।’
জাহাঙ্গীর যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি মিরপুর-১২ নম্বর এলাকায় থাকতেন।