বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ অ্যাভিনিউর হেনা কুঞ্জ ভবনের তিনতলায় থাকে ৪ বছরে মিম। তার খেলার সাথী বিড়ালটি রোববার সকালে কোনোভাবে বারান্দার গ্রিল গলে বের হয়ে কার্নিশে আটকা পড়ে। কোনোভাবে সেটিকে সেখান থেকে বের করা যায়নি।
মিমের কান্নায় পরিবারের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয় দুপুরে। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার করে বিড়ালটিকে।
বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ওয়াদুদ এ খবর জানিয়েছেন নিউজবাংলাকে।
তিনি জানান, দুপুর ১টার দিকে তারা খবর পান, কলেজ অ্যাভিনিউ এলাকার একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলার কার্নিশে বিড়াল আটকে আছে।
তাদের ৬ জনের দল গিয়ে সেটিকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে মিমের কোলে।
বিড়াল বাঁচাতে ফায়ার সার্ভিস সদস্যদের তৎপরতা প্রশংসিত হয়েছে এলাকায়।