বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজধানীতে যেকোনো স্থাপনায় লাগবে সিটি করপোরেশনের অনুমোদন

  •    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:২২

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘রাজধানীতে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোনো উন্নয়ন কার্যক্রম নেয়া যাবে না।’

সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া রাজধানীতে সরকারি-বেসরকারি কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না বলে সিদ্ধান্ত এসেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সমন্বয় সভা থেকে। সেই সঙ্গে আর কেউ যাতে অনুমতি ছাড়া অবকাঠামো নির্মাণ করতে না পারেন সে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে দুই সিটির মেয়রকে।

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে রোববার সে সভায় উপস্থিত ছিলেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, ওয়াসা, রাজউকসহ বিভিন্ন সংস্থার প্রধানরা।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রমের কারণে জলাবদ্ধতাসহ নানা সমস্যা তৈরি হচ্ছে বলে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ঢাকার দুই মেয়র।

তাদের বক্তব্য শুনে সব স্থাপনা নির্মাণে সিটি করপোরেশনের অনুমোদন নিতে হবে বলে সাফ জানিয়ে দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘যে যাই করুক না কেন, এ শহরে স্থানীয় সরকার মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় অথবা কোনো জনসাধারণ, সরকারি-বেসরকারি, ব্যক্তিগত যেই হোক না কেন, যে কোনো অবকাঠামো করতে হলে সেটা রাস্তা হোক, ব্রিজ হোক, কালভার্ট হোক বা দোকান হোক, এটার জন্য সিটি করপোরেশন থেকে একটি অনুমোদন নিতে হবে।

‘রাজধানীতে সিটি করপোরেশনের অনুমতি ছাড়া কোনো সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাসহ কোনো উন্নয়ন কার্যক্রম নেয়া যাবে না। রাজউক অনুমতি দিলেও যদি সিটি করপোরেশন মনে করে এটা শহরের জন্য কল্যাণকর নয়, তাহলে সে কাজ বন্ধ করে দিতে পারবে।’

রাজধানী ও আশেপাশের এলাকায় যে কোনো ভবন নির্মাণ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে নকশা ও ভবন নির্মাণের অনুমোদন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

পাশাপাশি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), পরিবেশ অধিদপ্তরসহ বেশ কয়েকটি সংস্থার কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। এবার সে তালিকায় যুক্ত হলো সিটি করপোরেশনও।

নতুন পাওয়া ক্ষমতায় সব সংস্থার অনুমোদন থাকলেও সিটি করপোরেশন চাইলে এখন যে কোনো প্রকল্প বাতিল করতে পারবে।

সিটি করপোরেশনে এই অনুমতি নিতে গিয়ে যাতে কেউ হয়রানির শিকার না হন তাও নিশ্চিত করার নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী।

সভায় বিভিন্ন সরকারি সংস্থার প্রকল্পের কারণে সমস্যায় পড়ার কথা তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘আমরা বেশ কয়েকটি জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি বিআইডব্লিউটিএর মাধ্যমে। তারা বিভিন্ন কার্যক্রম নিচ্ছে যেটা আমাদের সাথে বেশ সাংঘর্ষিক। তারা এমন কিছু কাজ হাতে নিচ্ছে যা সিটি করপোরেশনের একক এখতিয়ার।

‘এ বিষয়ে আপনার নির্দেশনা প্রয়োজন। শুধু প্রকল্প নির্ভর কাজ করেই ঢাকাকে আজকে এই অবস্থায় নিয়ে আসা হয়েছে। বিভিন্ন সংস্থা নিজস্ব প্রকল্প নির্ভর কাজে ঢাকা আজ নুইয়ে পড়েছে। আমরা ঢাকাকে পুনর্জীবিত করতে চাই, এখানে আপনাদের সহযোগিতা চাই তাহলে সমাধানগুলো আমরা করতে পারব।’

তিনি বলেন, ‘আমরা এমআরটি প্রকল্প (মেট্রোরেল) নিয়েও সমস্যায় পড়েছি। আমরা মানিকনগর-কমলাপুর এলাকায় নর্দমার লাইন করে ফেলেছি, কিন্তু এখন তারা বলছে এখানে তাদের কলাম বসবে। এটা নিয়ে তাদের সাথে আমাদের একটু দেন দরবার চলছে। প্রথমে এটি মতিঝিল পর্যন্ত ছিল। পরে এটা বর্ধিত করে কমলাপুর পর্যন্ত তারা নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী তাদের এ নির্দেশনা দিয়েছেন। তাদের কিন্তু কোনো পরিকল্পনা ছিল না।

‘আমরা জলাবদ্ধতা নিরসনের কাজ করার পর এখন তারা এ কথা বলছে। প্রথমে তারা বলেছিল, আমরা যেখানে নর্দমা করছি সেখানে পিলার পড়বে না। আমরা যখন মাঠ পর্যায়ে পরিদর্শনে নিয়েছি তখন তারা বলছে তাদের পিলার পড়বে। তারা কিন্তু এখনো নকশা করেনি। তারা নকশা পরিবর্তন কিন্তু করতে পারে, তারা তো ঘরে বসে কাজ করবে। আমাদের এখন বলছে, আমাদের নর্দমা সরাতে হবে। এই যে সাংঘর্ষিক বিষয়গুলো হয়, এটা আমাদের জন্য সমস্যা তৈরি করছে।’

জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এমআরটি খুবই গুরুত্বপূর্ণ, আর ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য এসব নর্দমা খনন কোনোভাবেই উপেক্ষা করার বিষয় না। এখন আমার মনে হয় আপনারা একটি ছোট কমিটি করেন, তারা বসুক, দেখুক কোথায় কোথায় সমস্যা আছে, কীভাবে আমরা কাজ করতে পারি। এটা আমাদের মিলেমিশে সমাধান করতে হবে।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশনকে আমার মনে হয় এই গার্ডসটা নিতে হবে। যেখানেই সমস্যা হবে বন্ধ করে দেন। এ জন্য কোনো আকাম-কুকাম করতে দেয়া হবে না। মেয়র তো ফাদার অফ দ্যা সিটি। সব কিছুর মালিকানা তো আপনার। আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজও বন্ধ করে দিতে পারেন।’

৬ খাল বন্ধ করে ইস্টার্ন হাউজিংয়ের আবাসন

সভায় বেড়িবাঁধ এলাকায় ইস্টার্ন হাউজিংয়ের আবাসন প্রকল্প নিয়ে অভিযোগ তুলে ধরেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজকে একটি বিষয়ে দৃষ্টি না দিলেই নয়; মিরপুর বেড়িবাঁধ থেকে ইস্টার্ন হাউজিং বিভিন্ন জায়গায় আফতাবনগর, এই যে মিরপুর বেড়িবাঁধে এতো বড় ইস্টার্ন হাউজিং হলো, নাকের ডগায় ছয়টি খাল তারা বন্ধ করে দিয়েছে।

‘এত বড় সাহস তাদের কীভাবে হলো? খাল বন্ধ করে দুই ফিট করে পাইপ দিয়েছে, আর এখানে ইস্টার্ন হাউজিং ব্যবসা করছে। আমার প্রস্তাব ইস্টার্ন হাউজিংয়ের যতো প্রজেক্ট আছে সব বন্ধ করতে হবে। তাদের বলতে হবে, তোমরা এই খালগুলোতে বেইলি ব্রিজ করে দাও, নিচে দিয়ে যাতে নৌকা যেতে পারে।’

তিনি বলেন, ‘ডেভেলপার যারা আছে বড় বড় খাল ছোট পাইপ দিয়ে বন্ধ করে দিচ্ছে। আদি খালের উপর অবশ্যই বেইলি ব্রিজ করে দিতে হবে, না হলে তাদের কোনো অনুমতি দেয়া যাবে না। এখন তারা মনে করছে তারা কাজ করবে আর আমরা সরকারি টাকায় ব্রিজ বানাবো। এটা হবে না। তারা তো ইনকাম করছে, এটা তাদের দায়িত্ব।

‘এ দেশের কি মা-বাপ বলে কেউ নেই? দেখার কেউ নাই? বছিলাতে রামচন্দ্রপুর খালের উপর বিল্ডিং করে ফেলল, ইউ ল্যাবের মতো একটি বিশ্ববিদ্যালয় তারাও খালের উপর ভবন করে ফেলল; আমরা এখন এই সমস্ত কিছুর ম্যাপিং করছি, এরপর আমি আপনার কাছে দেখাব কতগুলো অবৈধ স্থাপনা রয়েছে। এগুলো সব কিন্তু আমাদের ভেঙে ফেলতে হবে।’

অবশ্য প্রকল্প বন্ধ করার পক্ষে নন মন্ত্রী তাজুল ইসলাম। তবে খালগুলো পুনরুদ্ধারের বিষয়ে সিটি করপোরেশনকে উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘ইস্টার্ন হাউজিংয়ের প্রকল্প বন্ধ করব না। তারা যে অনিয়ম করেছে সেটার জন্য তাদের সরে যেতে হবে। সিটি করপোরেশন এ কাজটা করবে। আমরা সিটি করপোরেশনের সাথে আছি। আগামী বর্ষাতে যাতে কোনো জলাবদ্ধতা না হয়, আশা করি হবে না

এ বিভাগের আরো খবর