মেহেরপুরের গাংনীতে একটি বাড়ি থেকে ১০টি বোমা ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার হিজলবাড়িয়া পূর্বপাড়ার আব্দুল জাব্বারের বাড়ি থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এগুলো উদ্ধার করা হয়। জাব্বার সে সময় বাড়িতে ছিলেন না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জাব্বারের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। এরপর বাড়ি তল্লাশি করে খেজুর রস রাখার হাঁড়ি থেকে ১০টি বোমা, গান পাউডার, লোহার পেরেক ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জাব্বারের পুত্রবধূ বিপাশা খাতুন বলেন, ‘আমার স্বামী সোহেল রানা ইটভাটায় ট্রলি চালায় আর শ্বশুর কৃষিকাজ করেন। বোমার বিষয়ে আমরা কিছুই জানি না।’
ওসি আব্দুর রাজ্জাক জানান, বোমা ও মাদক উদ্ধারের ঘটনায় দুটি মামলা করা হবে। জাব্বারকে আটকের চেষ্টা চলছে।