বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুবর্ণচরে আগুনে ছাই ২০ দোকান

  •    
  • ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০৮:৪৬

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালীর সুবর্ণচরে আগুনে পুড়ে ছাই হয়েছে ২০টি দোকান।

উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের থানা হাট-বাজারে শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিউজবাংলাকে সুবর্ণচর ফায়ার সার্ভিসের লিডার মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে সুবর্ণচর ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

স্থানীয় মুজাহিদুল ইসলাম সোহেল জানান, রাত ৮টার দিকে বাজারের নাছির ট্রেডাস নামে একটি তেল, গ্যাস, ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে একে একে পুড়ে যায় থানা হাট-বাজারের ২০টি ছোট-বড় দোকান। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে টেলিকম, টেইলার্স, বস্ত্র বিতান, ক্লথ স্টোর, কসমেটিক্স অ্যান্ড গার্মেন্টস, আসবাবপত্রের শোরুম, ক্রোকারিজ মালামাল, ইলেকট্রনিকস, ফটোকপি, অফিস, পার্টস দোকান, টিভি ও ফ্রিজের শোরুম, স্টেশনারিসহ তেল, গ্যাসের দোকান ও ফার্মেসি রয়েছে।

এ বিভাগের আরো খবর