ময়মনসিংহে নেচে-গেয়ে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালডোর ৩৭তম জন্মদিন উদযাপন করেছেন ভক্তরা।
সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে শনিবার সারা দিন দেশের ৬৪ জেলার ২৪০ রোনালডোভক্ত কেক কেটে এ তারকার জন্মদিন উদযাপন করেন। পরে রোনালডো সম্পর্কে কে কতটুকু জানেন, তা নিয়ে কুইজ আয়োজন করা হয়।
আয়োজকদের একজন শামীম আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘ছোটবেলা থেকেই ফুটবল খেলা পছন্দ করি, তবে তারকা ফুটবলারদের মধ্যে রোনালডোর খেলা সবচেয়ে পছন্দ। তার খেলা কখনোই মিস করি না।’
রাহাত আহমেদ নামের একজন বলেন, ‘প্রিয় খেলোয়াড়ের জন্মদিনে সবাই অনেক আনন্দ করেছি। প্রতি বছর জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার জন্মদিন উদযাপনের ইচ্ছা আছে।’
ক্রিস্টিয়ানো রোনালডো। ছবি: সংগৃহীত
পর্তুগালের মাদেইরায় ১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি রোনালডোর জন্ম। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালডো দোস সান্তোস আভেইরো।
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন এ ফুটবলার।