সাতক্ষীরার শ্যামনগরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সাবিনা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
১৪ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার মধ্যরাতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় সাবিনা খাতুনের বাবা ওহাব মল্লিক স্বামী অহিদুল ইসলামসহ তিনজনের নামে একটি এজাহার করেছেন।
নিহতের পরিবার জানিয়েছে, ২০১৫ সালে শ্যামনগরের মিরগাং গ্রামের অহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সাবিনা খাতুনের। বিয়ের দুই বছর পর তাদের ছেলেসন্তান হয়। সন্তানের জন্মের পর থেকে যৌতুকের দাবিতে সাবিনা খাতুনের ওপরে নির্যাতন চালাতেন অহিদুল।
তারা জানান, দরিদ্র পরিবারের পক্ষে যৌতুকের টাকা দেয়া সম্ভব না হওয়ায় প্রায়ই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের শিকার হতেন সাবিনা। একপর্যায়ে ২১ জানুয়ারি যৌতুকের দাবিতে সাবিনাকে বেধড়ক মারধর করে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
পরিবারের অভিযোগ, এ সময় সাবিনা গুরুতর অসুস্থ্ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর হাসপাতালে ভর্তি করায়, পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’