সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন-এর গান লিখেছেন গীতিকার দেওয়ান লালন আহমেদ।
‘দ্যাখো সারেং ছাড়া জাহাজ চলে, কার ইশারায় কিসের বলে/মন্দ হাওয়ার খবর দিছে আগাম...।’ এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন স্বনামধন্য বাউলশিল্পী শফি মণ্ডল। সুর সংযোজন ও মিউজিক কম্পোজিশন করেছেন খ্যাতনামা সংগীত পরিচালক ইমন চৌধুরী।
এই গানটি নিয়ে খুবই উচ্ছ্বসিত বাউল শফি মণ্ডল। তিনি বলেন, ‘এই গানটির কথাগুলো যে অসাধারণ। আমার অনেক প্রাপ্তি আমাকে খুঁজে বের করে এই গানটি করিয়েছে। এর জন্য ৪০ দিন অপেক্ষা করেছেন ইমন (সংগীত পরিচালক ইমন চৌধুরী)। আমার সঙ্গে যখন যোগাযোগ করেন, তখন আমি দেশের বাইরে ছিলাম। ইমন বলেন, গুরুজি এই গানটি আপনাকেই করতে হবে। দারুণ কম্পোজিশন করেছেন তিনি।’
গীতিকার দেওয়ান লালন পেশায় বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার কাহিনির সঙ্গে সামঞ্জস্য রেখে এই গানটি লেখা। লোককথার দ্বারা সহজভাবে গভীরতম ভাব ও দর্শন তুলে ধরার চেষ্টা করেছি গানটিতে। আমি খুব আশাবাদী যে গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেন রায়হান জুয়েল।
গানটি সম্পর্কে রায়হান জুয়েল বলেন, ‘গীতিকার দেওয়ান লালনের অসাধারণ কথার এই গানটি বাউল শফি মণ্ডলের দরাজ কণ্ঠে দারুণভাবে ফুটে উঠেছে। এই সিনেমার সংগীত পরিচালক ইমন চৌধুরী তার সুর ব্যঞ্জনার সম্পূর্ণ মুনশিয়ানা তুলে ধরেছেন। গানটি দর্শক-শ্রোতাদের মনে স্থান পাবে।’
বরফ কলের গল্প, তুই জীবনের চেয়ে বেশি, জারুল ফুল, কষ্ট ফুলের দল, পাসওয়ার্ড, পুনাকসহ বেশ কিছু উল্লেখযোগ্য গান রয়েছে দেওয়ান লালনের। এর মধ্যে পাসওয়ার্ড গানটির জন্য ২০২০ সালের চ্যানেল আই সেরা গীতিকার পুরস্কার লাভ করেন তিনি।
গানের পাশাপাশি ‘সাধু সঙ্গে ডুবাও অঙ্গ’, ‘বেদনার বিবর্ণ বাকল’, ‘সারেং ছাড়া জাহাজ চলে’, ‘পুলিশের খেরোখাতা’সহ মোট সাতটি বই লিখেছেন গীতিকার দেওয়ান লালন।