সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে ১১ কাউন্সিলরের আনা দুর্নীতির ১০ অভিযোগের তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার এ তদন্ত শুরু করেন সাতক্ষীরার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস।
১৩ জানুয়ারি মেয়র তাজকিনের বিরুদ্ধে পৌরসভার ১২ কাউন্সিলরের মধ্যে ১১ জন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন এক চিঠিতে সাতক্ষীরা জেলা প্রশাসককে তদন্তের চিঠি দেন।
মাশরুবা ফেরদৌস নিউজবাংলাকে বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের উপসচিবের সই করা চিঠিতে সরেজমিন তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী তদন্তসাপেক্ষে সুস্পষ্ট মতামতসহ জরুরি ভিত্তিতে প্রতিবেদন দেয়ার লক্ষ্যে আমি কাজ করছি।
‘তদন্তের সময়সীমা বেঁধে দেয়া হয়নি। তবে যত দ্রুত পারা যায় প্রতিবেদন পাঠানো হবে।’
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান বলেন, ‘১০টি খাতে পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। এসব অভিযোগের মধ্যে গরিবদের সাহায্যের ১ কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ, ব্যক্তিস্বার্থে ৮০ লাখ টাকার পানির বিল মওকুফ, ব্যক্তিগত ব্যবহারের জন্য পৌরসভার টাকায় গাড়ির তেল ক্রয়সহ প্রমোদ ভ্রমণ, নিয়ম ভেঙে হাট-বাজার ইজারা এবং বাজেট ছাড়া টেন্ডার প্রদান উল্লেখযোগ্য।’
এসব অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র তাজকিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ষড়যন্ত্রেরই নামান্তর।’