জয়পুরহাটের ক্ষেতলালে শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ ইছাহাক আলীকে গ্রেপ্তার করেছে র্যাব।
৬৫ বছর বয়সী ইছাহাক উপজেলার তিলাবদুল মধ্যপাড়ার বাসিন্দা।
জয়পুরহাট র্যাব ক্যাম্পে শনিবার দুপুরে কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, গত মঙ্গলবার ১২ বছরের মেয়েকে বাড়িতে রেখে মা-বাবা কাজে গেলে সে পাশের বাড়িতে খেলতে যায়। সেখানে ইছাহাক আলী নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে সে অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।
মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার ক্ষেতলাল থানায় মামলা করেন। এর পরই আসামি ইছাহাক পালিয়ে যান।
বিষয়টি র্যাবের নজরে এলে ক্ষেতলাল উপজেলার শিশি নাজিরপাড়া এলাকা থেকে শনিবার সকালে ইছাহাককে গ্রেপ্তার করা হয়।