বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  •    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:১৭

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যেখানে গুম হচ্ছে, তাকে কিছুদিন পর পাচ্ছি। হয়তো নানা কারণে তারা আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালানো হয়। দু-একটি আত্মগোপন করার তথ্য আমরা পাইনি। আমরা মনে করি, এদের অচিরেই সামনে নিয়ে আসতে পারব।’

দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুমের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী কোনো গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়। যেখানে গুম হচ্ছে, তাকে কিছুদিন পর পাচ্ছি। হয়তো নানা কারণে তারা আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালানো হয়। দু-একটি আত্মগোপন করার তথ্য আমরা পাইনি। আমরা মনে করি, এদের অচিরেই সামনে নিয়ে আসতে পারব।’

শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবন এলাকায় রাজধানী স্কুলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

কয়েক বছর আগে মানবতাবিরোধী অপরাধের বিচার চলার সময়েই পশ্চিমা বিশ্বে লবিস্ট নিয়োগের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়। সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই বিচার ঠেকাতে বিএনপি-জামায়াত জোট লবিস্ট নিয়োগ করেছে। এ কারণেই পশ্চিমা প্রভাবশালী নানা ব্যক্তি নানা সময় আসামিদের পক্ষে বক্তব্য বিবৃতি দিয়েছেন।

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, বিএনপি ও জামায়াতের পাশাপাশি সরকারও একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ দিয়ে যুক্তরাষ্ট্রের সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরছে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়ার পর এ বিষয়টি সামনে এসেছে। সরকার এরই মধ্যে জানিয়েছে, তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে।

বিএনপির লবিস্ট নিয়োগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লবিস্ট নিয়োগে কীভাবে এখান থেকে টাকা পাঠাল সেটা আমরা খুঁজে বের করছি। যারা টাকা পাঠিয়েছেন, তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। আমরা শিগগিরই তাদের সামনে নিয়ে আসব।’

এ বিভাগের আরো খবর