চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে পার্কিং এরিয়ায় ময়লা-আবর্জনা দেখে দুই কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
ওই দুই কর্মকর্তা হলেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শামস মো. তুষার ও স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।
রেলমন্ত্রী শনিবার দুপুর ১২টার দিকে স্টেশন পরিদর্শনে যান। পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা ঘুরে দেখে তিনি যান নতুন রেলওয়ে স্টেশনে।
স্টেশনের পার্কিং এরিয়ায় ময়লা-আবর্জনা দেখে দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলসচিব হুমায়ুন কবির, মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন।
স্টেশন এলাকায় যেখানে সেখানে দোকান ও গাড়ি পার্ক করা দেখেও মন্ত্রী ক্ষোভ জানান।
পরিদর্শন শেষে দুপুর ২টার দিকে সিআরবির কনফারেন্স কক্ষে রেল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘আজকে যাদের বহিষ্কার করেছি তারা যেন আর চেয়ারে না বসে।’
এ বিষয়ে কথা বলার জন্য জিএম জাহাঙ্গীর হোসেনকে একাধিকবার কল দেয়া হলেও তিনি ধরেননি।