বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপি নেতাকে কুপিয়ে জখম: মামলা হয়নি, নেই আটকও

  •    
  • ৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:৪৯

ওসি জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দোষীদের আটকে পুলিশ অভিযান শুরু করে। কিন্তু হামলাকারীরা কেউ এলাকায় নেই। এ ঘটনায় কোনো মামলাও হয় নি।

নাটোরের গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে কুপিয়ে আহত করার ঘটনায় কোন মামলা করা হয়নি। এখন পর্যন্ত কোনও হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ।

উপজেলার নয়াবাজার এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওই হামলার ঘটনাটি ঘটে। আহত আব্দুল আজিজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে চিকিৎকরা তার পায়ে অস্ত্রোপচার করবেন বলে জানিয়েছেন স্বজনরা।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আওয়ামী লীগ সমর্থক আমিরুল ইসলামের সঙ্গে বিএনপি নেতা আব্দুল আজিজের দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় আজিজ নয়াবাজার গ্রামে একটি জানাযায় অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আমিরুলের নেতৃত্বে ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজিজের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা প্রথমে আজিজকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে ধারালো হাসুয়া দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয় তারা। এ সময় আজিজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আব্দুল আজিজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আরও জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দোষীদের আটকে পুলিশ অভিযান শুরু করে। কিন্তু হামলাকারীরা কেউ এলাকায় নেই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলাও হয় নি।

আহত আব্দুল আজিজের ছেলে মাহামুদুজ্জামান সোহাগ জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার বাবা আব্দুল আজিজ চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা তার পায়ে অস্ত্রোপচার করবেন বলে জানিয়েছেন। মামলা করবেন কি-না পরে সিদ্ধান্ত নেবেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আব্দুল আজিজকে হত্যার জন্যই ধারাবারিষা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিনের সমর্থক আমিরুল ইসলাম সহযোগীদের নিয়ে হামলা চালিয়েছে।’

তবে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আমিরুল তার সমর্থক নন।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সদস্য পদে দাঁড়িয়ে পরাজিত হন আমিরুল । বিএনপি নেতা আজিজ অপর এক প্রার্থীকে সমর্থন করায় আমিরুল ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা প্রকাশ করেন মতিন।

এ বিভাগের আরো খবর