ভারতের ট্রান্সপোর্ট সমিতির ডাকা ধর্মঘটে ৫ দিন বন্ধ থাকার পর বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে বন্দর দুটিতে ফের স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা যায়।
গত ৩১ জানুয়ারি নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে ট্রাকচালকদের হয়রানির অভিযোগ তুলে পণ্যবাহী ট্রাক বন্ধ করে দিয়ে ধর্মঘটে যায় ভারতের ট্রান্সপোর্ট সমিতি। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ধর্মঘট তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়।
এর আগে কয়েক দফা ভারতীয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনকারী ট্রাকচালকরা। তারা বিভিন্ন নথিপত্র নবায়নে প্রশাসনের কাছে চার মাস সময় চান, তবে প্রশাসন তাদের এক মাস সময় দেয়।
পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এক চিঠিতে জানায়, যেসব গাড়ির কাগজ নবায়ন করা হয়নি, সেগুলোর চালককে এক মাস সময় দেয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, ট্রাকচালকসহ অন্যদের একই পরিচয়পত্র না থাকলেও আগামী এক মাস আগের নিয়মে আমদানি-রপ্তানি চালু রাখা যাবে। ট্রাক রাখার জায়গায় ট্রাকচালক ও খালাসিদের প্রবেশের জন্য আপাতত আধার কার্ড বা ভোটার কার্ড সঙ্গে রাখলেই চলবে।
এই চিঠির পরিপ্রেক্ষিতে সীমান্ত বাণিজ্যের স্বার্থে শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি চালুর সিদ্ধান্ত নেয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী নিউজবাংলাকে বলেন, ‘বন্দর ও বিএসএফের হয়রানির কারণে আমাদের বিভিন্ন সংগঠনের আন্দোলনের ফলে ৩১ জানুয়ারি থেকে টানা ৫ দিন বন্ধ থাকে বন্দরের সব কার্যক্রম। পরে ফলপ্রসূ আলোচনা শেষে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আগের মতো আমদানি-রপ্তানি চলছে। তারা প্রশাসনের আশ্বাসে আবারও কাজে ফিরে এসেছেন। বিষয়টি সব সদস্যকে জানিয়ে দেয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা শিকদার বলেন, ‘টানা ৫ দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্টের সদস্যরা কাজ করছেন। ফলে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।’
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘পাঁচ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাও দেয়া হয়েছে।’