দেশের সব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার অংশ হিসেবে ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসরতদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান শুরু হচ্ছে রোববার।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এ কর্মসূচি শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কমিটির সদস্য সচিব শামসুল হক শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
শামসুল হক বলেন, ‘ভাসমান জনগোষ্ঠীর টিকা নিশ্চিতের জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ভাসমান জনগোষ্ঠীর ইতোমধ্যে আমরা তালিকা তৈরি করেছি।
‘ভাসমান জনগোষ্ঠীর টিকা দেয়ার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দুই সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেছেন। ভাসমান জনগোষ্ঠীকে নিয়ে কয়েকটি এনজিও কাজ করে। এনজিও ও দুই সিটি করপোরেশন এবং স্বাস্থ্য বিভাগের লোকজন নিয়ে আমরা আগামীকাল টিকাদান কর্মসূচির উদ্বোধন করব। এই কর্মসূচি কমলাপুর রেলস্টেশনে উদ্বোধন করা হবে।’
তিনি বলেন, ‘সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছি। এই তালিকায় ২ লাখ ৮৫ হাজার ভাসমান জনগোষ্ঠীর নাম রয়েছে। এটি কম হতে পারে, বেশিও হতে পারে।
‘টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ৩ লাখ ৩৬ হাজার জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহার করা হবে।’
এদিকে রোববার থেকে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরও করোনার টিকা দেয়া শুরু হবে।