ছুটির দিনে দেশের আট বিভাগে আকাশের অঝোর কান্না দেখেছে মানুষ। অনিচ্ছা সত্ত্বেও দিনভর ঘরে শুয়ে-বসে কাটাতে হয়েছে অনেককে, তবে এক দিন পরই পাল্টে গেছে দৃশ্যপট। শনিবার সকাল থেকেই হাসছে রোদ; আলোকরশ্মি ছড়িয়ে পড়ছে চারদিকে।
আলোর এমন ঝলকানি দেশের প্রায় সব জায়গায় দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, রংপুর, সিলেট বাদে দেশের সব জায়গায় আকাশ পরিষ্কার থাকতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম নিউজবাংলাকে জানান, আলোকোজ্জ্বল এ অবস্থা অব্যাহত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কমে আসতে পারে।
শীতের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারা দেশে সার্বিক তাপমাত্রা কমে রোববার থেকে কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এতে উল্লেখ করা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণাঞ্চলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।