বৃষ্টিতে ভেসে গেছে বিপিএলের তৃতীয় পর্বের শেষ দিনের দুটো ম্যাচই। দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ক্রিকেটাররা মাঠে নামতে না পারলেও দ্বিতীয় খেলার আগে মিনিস্টার ঢাকার ক্রিকেটাররা ম্যাচ বাতিলের আগে সুযোগ পেয়েছিলেন কিছু সময় মাঠে ওয়ার্ম আপের।
ঢাকার ক্রিকেটাররা যখন নিজেদের ভেতর গল্প ও খুনসুটিতে ব্যস্ত, ঠিক সে সময় নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন দলটির উইকেটরক্ষক-ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।
মাঠের এক প্রান্তে কারিম জানাত ও ফজল হক ফারুকির সঙ্গে আলাপচারিতার সময় হঠাৎ সেখানে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। মাঠে দাঁড়িয়েই প্রকাশ্যে ভেপিং (ইলেকট্রিক সিগারেট) করতে দেখা যায় আফগান ক্রিকেটার শেহজাদকে।
বিষয়টি নজর এড়ায়নি মাঠে অবস্থানরত সংবাদকর্মীদের। সেখানে উপস্থিত থাকা ফটোসাংবাদিকরা বিষয়টি জানান ঢাকার কোচ মিজানুর রহমান বাবলুকে।
পরে বাবুল গিয়ে সতর্ক করেন শেহজাদকে। এরপর তিনি ভেপিং বন্ধ করেন।
ক্রিকেটের মাঠে প্রচলিতভাবেই নিষিদ্ধ ধূমপান করা। আর তাই শেহজাদের এই ঘটনা জন্ম দিয়েছে নতুন এক বিতর্কের।
এ ঘটনার কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি। যার কারণে খেলোয়াড়রা ফিরে যান ড্রেসিংরুমে।