বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘সব সময় আঁর মালও লোড, আঁইও লোড’

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৩৩

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী আকতার হোসাইনের এমন হুমকির একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

‘আঁত্তুন মাল (অস্ত্র) দুনোও (দুটি) থাকে। সব সময় আঁর মালও লোড, আঁইও লোড...।’

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী আকতার হোসাইনের হুমকির এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

শুক্রবার নির্বাচনি প্রচারে নেমে আঞ্চলিক ভাষায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের এভাবেই প্রকাশ্যে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আকতার হোসাইনের বিরুদ্ধে।

ভিডিওতে দেখা যায়- আকতার হোসাইন নির্বাচনি প্রচারে নেমে হ্যান্ডমাইকে বলছেন, ‘আঁত্তুন মাল (অস্ত্র) দুনোও (দুটি) থাকে। এবং আঁই অর্ডার দির, অরা যিয়্যুত যে আইবু (যেখানে যে আসবে) আগে কাম গরি ফেলাইবেন। তারপরে পরেরগান পরে দেখা যাইবু। সব সময় মাঠত থাইবেন। সব সময় আঁর মালও লোড এবং আঁইও লোড থাকি।’

নৌকার প্রার্থীর এমন বক্তব্যের পর নিজের নিরাপত্তা ও নির্বাচনি পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জসীম উদ্দিন।

মোটরসাইকেল প্রতীকের এই চেয়ারম্যান প্রার্থী নিউজবাংলাকে বলেন, ‘গত ২৭ তারিখ সে আমার নির্বাচনি প্রচারে গুলিয়ে চালিয়েছিল। সে সময় আমার ১৫ জন লোক গুলিবিদ্ধ হয়। আপনারা সবাই এ খবর শুনেছেন। গতকাল আবার এই হুমকি! সে তো নিজেই স্বীকার করেছে যে দুটি অস্ত্র তার কাছে লোড করা থাকে। আর কোনো প্রমাণ লাগবে? আমরা প্রশাসনকে জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেয়নি। এখন যদি ভোটের দিন কোনো লাশ পড়ে, তাহলে এর দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে।’

এ বিষয়ে মন্তব্য জানতে খাগরিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আকতার হোসাইনকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। পরে এসএমএস পাঠালেও কোনো উত্তর দেননি।

জসিম উদ্দিনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল জলিল বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। ইতোমধ্যে আমাদের অভিযান শুরু হয়েছে। তার কাছে কোনো অস্ত্র থেকে থাকলে আমরা তা উদ্ধারের চেষ্টা করছি।’

এর আগে ২৭ জানুয়ারি বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দিনের জনসংযোগে গুলি চালায় নৌকার প্রার্থী আকতার হোসাইনের সমর্থকরা। এতে ১৩ জন গুলিবিদ্ধসহ ১৪ জন আহত হন।

ওসি আবদুল জলিল বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।

এ বিভাগের আরো খবর