দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপে থাকা তিন শ্রমিক।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ি উপজেলার ফকিরপাড়া ব্র্যাক অফিসের সামনে শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডার খায়রুল ইসলাম ও হেলপার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের মো. মামুন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুরে বরই পৌঁছে দিয়ে তারা চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। ফকিরপাড়া ব্র্যাক অফিসের সামনে একটি গাড়ি তাদের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হেলপারকে মৃত ঘোষণা করেন।
আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘পিকআপটি থানায় এনে রাখা হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।’