বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষকের ঝুলন্ত মরদেহ: আত্মহত্যায় প্ররোচনার মামলা

  •    
  • ৪ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২৪

সুমনার অভিযোগ, সালিশের দুদিন পরই মজিবর ও আহাম্মদ ক্ষতিপূরণের ২০ হাজার টাকা ফেরত চেয়ে হুমকি দেন। এরপর বুধবার তার বাবা আত্মহত্যা করেন। মৃত্যুর আগে স্বজনদের বলে যান, তার মৃত্যুর জন্য মজিবর ও আহাম্মদ দায়ী থাকবেন।

শেরপুরের নালিতাবাড়ীতে কৃষককে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে দুজনের নামে মামলা হয়েছে।

নালিতাবাড়ী থানায় বৃহস্পতিবার রাতে সফি উদ্দিন নামের ওই কৃষকের বড় ছেলে আনোয়ার হোসেন দুজনকে আসামি করে মামলা করেন।

সফি উদ্দিনের বাড়ি নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিক চাঁদ পাড়া গ্রামে। বুধবার রাতে নিজ জমিতে তার মরদেহ বাঁশের ফ্রেমের সঙ্গে ঝুলতে দেখা যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহাম্মেদ বাদল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি মামলার আসামিদের নাম প্রকাশ করেননি।

সফির মেয়ে সুমনা খাতুন নিউজবাংলাকে জানান, জমিতে পানি দেয়ার জন্য তার বাবা পল্লী বিদ্যুতের কাছে সাবমারসিবল পাম্প বসানোর অনুমতি চান। অনুমতি ছাড়াই ৭০ হাজার টাকায় তিনি নিজের জমিতে পাম্প বসান।

কিছুদিন পর একই গ্রামের আহাম্মদ আলী ওই পাম্প থেকে আধ কিলোমিটার দূরে তার বাড়িতে পাম্প বসানোর জন্য পল্লী বিদ্যুতের অনুমতি নেন। তবে তিনি পানির ব্যবসা করার জন্য সফির বাড়ির কাছে আরেকজনের জমিতে পাম্প বসানোর প্রক্রিয়া শুরু করেন ও সফিকে তার পাম্প সরে নেয়ার জন্য চাপ দিতে থাকেন।

বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য মো. মজিবর সালিশ ডাকেন। সেখানে আহাম্মদ আলীকে ক্ষতিপূরণ হিসেবে সফিকে ২০ হাজার টাকা দেয়ার জন্য বলেন। একইসঙ্গে সফিকে পাম্প তুলে নিতে বলেন।

সুমনার অভিযোগ, সালিশের দুদিন পরই মজিবর ও আহাম্মদ ক্ষতিপূরণের ২০ হাজার টাকা ফেরত চেয়ে হুমকি দেন। এরপর বুধবার তার বাবা আত্মহত্যা করেন। মৃত্যুর আগে স্বজনদের বলে যান, তার মৃত্যুর জন্য মজিবর ও আহাম্মদ দায়ী থাকবেন।

মজিবরের দাবি, তিনি এ ঘটনায় দায়ী নন। আহাম্মদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ওসি বছির বলেন, ‘আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দুজনের নামে মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

এ বিভাগের আরো খবর