বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের সঙ্গে গোলাগুলির ঘটনায় সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মূল দল।
সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই দাবি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।
রুমার বথি ত্রিপুরা পাড়ায় বুধবার রাতের এই গোলাগুলিতে নিহত হন সেনাবাহিনীর টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানসহ চারজন।
সংবাদমাধ্যমে পাঠানো আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজির খবরে অভিযানে যাওয়া সেনাবাহিনীর টহল দলের সঙ্গে জেএসএসপন্থি সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে সেনা সদস্য হাবিবুর ও ৩ সন্ত্রাসী নিহত হন।
তবে জেএসএস দাবি করেছে, তাদের কেউ এই ঘটনায় জড়িত নন। তাদের কোনো সশস্ত্র গ্রুপ নেই। তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
বুধবার রাতের ওই ঘটনায় গুলিবিদ্ধ আরেক সেনাসদস্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানানো হয় আইএসপিআরের বিজ্ঞপ্তিতে।