বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুগন্ধা ট্র্যাজেডি: লঞ্চমালিকের এক মামলায় জামিন

  •    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২২ ২২:৩৫

আদালত পুলিশের সহকারী পরিদর্শক (সিএসআই) জহিরুল ইসলাম বলেন, ‘আমি জামিনের বিরোধিতা করেছি। আদালত সবকিছু বিবেচনা করে লঞ্চমালিককে জামিন দেয়।’

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় জামিন পেয়েছেন লঞ্চমালিক হামজালাল শেখ।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মাহবুব আলম তাকে জামিন দেন।

লঞ্চমালিকের আইনজীবী মজিবুল হক কিসলু জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী সাইফুর রহমান সোহাগ জানান, ২৬ ডিসেম্বর বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন আইনজীবী নাজমুল ইসলাম নাসির।

মামলায় ওই লঞ্চের আরও ২০ থেকে ২৫ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়। আদালত আবেদন গ্রহণ করে ওই দিনই সেটি এজাহার হিসেবে নেয়ার জন্য সংশ্লিষ্ট থানাকে আদেশ দেয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ২৭ ডিসেম্বর বরগুনা থানা ঘটনা তদন্তের দায়িত্ব দেয় সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলামকে।

মামলাটির তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি শহীদুল ইসলাম।

বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে বিরোধিতা করেন আদালত পুলিশের সহকারী পরিদর্শক (সিএসআই) জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমি জামিনের বিরোধিতা করেছি। আদালত সবকিছু বিবেচনা করে লঞ্চমালিককে জামিন দেয়।’

২৩ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৬ ডিসেম্বর নৌপরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান একটি মামলা করেন। ওই মামলায় লঞ্চের মালিক হামজালাল শেখসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এরপর ২৭ ডিসেম্বর কেরানীগঞ্জ থেকে হামজালালকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি বর্তমানে কারাগারেই আছেন।

হামজালাল শেখের বিরুদ্ধে আরও মামলা চলমান থাকায় কারাগারেই থাকতে হবে তাকে।

বরগুনা জেলা প্রশাসনের তথ্যমতে, সুগন্ধা ট্র্যাজেডিতে ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। ২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার হয়। আর চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান।

ঘটনার পর বরগুনা জেলা প্রশাসন নিখোঁজ ব্যক্তিদের তালিকা করে। ১০ জানুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনকে ৩০ জনের নিখোঁজ থাকার তথ্য দিয়েছেন স্বজনরা।

এ বিভাগের আরো খবর