চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণ পরিবারে এসেছে নতুন অতিথি।
চিড়িয়াখানায় বুধবার বিকেলে একটি চিত্রা হরিণ শাবকের জন্ম হয় বলে জানান কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।
তিনি বলেন, ‘বুধবার বিকেলে মা চিত্রা একটি শাবকের জন্ম দেয়। মা ও শাবক সুস্থ আছে। এখন সারাক্ষণই শাবকের পরিচর্যায় রয়েছে মা।’
‘নতুন সদস্যসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় চিত্রা হরিণের সংখ্যা ২৮। তিন মাসের মধ্যে বাচ্চা দিতে পারে আরও তিন চিত্রা।’
কিউরেটর আরও বলেন, ‘২৮ চিত্রা ছাড়াও এখানে সাম্বার ও মায়া হরিণ রয়েছে ১০টি। এর মধ্যে সাম্বার প্রজাতির ছয়টি এবং মায়া চারটি।’
এই প্রাণীগুলো একসময় দেশের সব বনে দেখা গেলেও এখন সুন্দরবন ছাড়া আর কোথাও দেখা মেলে না। সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বনে চিত্রা হরিণ চরে বেড়ানোর একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।
এর আগে গত বছরের জুলাইয়ে আরেকটি শাবকের জন্ম হয়েছিল চট্টগ্রাম চিড়িয়াখানায়।