১১ জেব্রার মৃত্যুর পর এবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মৃত্যু হলো একটি আফ্রিকান সিংহীর। বৃহস্পতিবার দুপুরে সিংহীটির মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। সিংহীটির বয়স ছিল ১১ বছর।
মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা দীপংকর বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের ১১ আগস্ট সিংহীটির অসুস্থতার খবর প্রকাশ পায়। তার পেটের দিকে পানি জমে থলির মতো অংশ ঝুলে থাকতে দেখা যায়।
অসুস্থতা শনাক্ত হওয়ার পর মিরপুর চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডা. এ বি এম শহীদ উল্ল্যাহ, ময়মনসিংহের ভেটেরিনারি টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিকস বিভাগের পরিচালক ড. রফিকুল আলমের পরামর্শে পার্কের ভেটেরিনারি চিকিৎসকরা চিকিৎসা দিয়ে আসছিলেন।
বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায় বলেও জানায় মন্ত্রণালয়। সর্বশেষ গত বুধবার এটির চার পা ঝাঁকুনি দিয়ে কাঁপতে থাকে। বৃহস্পতিবার আবারও শ্বাসকষ্ট শুরু হলে মারা যায় সিংহীটি।
এর আগে গত ২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেব্রাগুলোর মৃত্যু নিয়ে তদন্ত চলছে।