বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশের তালিকায় সামনের সারিতে থাকায় গবির্ত হাঙ্গেরি।
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে শুভেচ্ছা জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো এক চিঠিতে এ কথা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জনানো হয়।
মন্ত্রী মোমেনের উদ্দেশে চিঠিতে পিটার সিজার্তো লেখেন, ‘আমরা এটি দেখে গর্বিত হই যে, হাঙ্গেরি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া প্রথম দেশগুলোর একটি। যার ভিত্তিতে আমরা ১৯৭২ সালের ২৬ মার্চ রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করি, পরের বছর ঢাকায় আমাদের দূতাবাস খোলা হয়।
‘এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়, আমরা সম্প্রতি বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠিত করেছি। আমরা গর্ব করে ঘোষণা করতে পারি, আমাদের দেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকা সত্ত্বেও কয়েক দশক ধরে আমরা পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ ও বিশ্বাসের ভিত্তিতে একটি শক্তিশালী বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছি।’
পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘হাঙ্গেরি এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে আপনাকে ও সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কূটনৈতিক সম্পর্কের এই সুবর্ণজয়ন্তী নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো চিঠিতে লিখেছেন, ‘আমি ২০২০ সালের সেপ্টেম্বরে ঢাকায় আমার সরকারি সফরের সময় আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের উন্নত স্তর লক্ষ করে আনন্দিত হয়েছি। আমি নিশ্চিত যে, আমরা আগামী বছরগুলোয় আমাদের পারস্পরিক সময়োপযোগী সহযোগিতাকে আরও জোরদার করতে সক্ষম হব।’
প্রসঙ্গত, ১৯৭২ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় হাঙ্গেরি।