গোপালগঞ্জে পুকুর থেকে এক মুদি দোকানির মরদেহ উদ্ধার করে পুলিশ।
সদর উপজেলার খানারপাড় গ্রামের একটি পুকুর থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নিহাদ আদনান তাইয়ান বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
ওই ব্যবসায়ীর নাম গাউজ দাড়িয়া। তার বয়স ৪৫ বছর। তিনি একই গ্রামের আজিম দাড়িয়ার ছেলে।
নিহতের বাবা আজিম দাড়িয়া জানান, গাউজ দাড়িয়া প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে বাড়ির পাশের দোকানে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন পুলিশকে খবর দেন।
এএসপি নিহাদ আদনান তাইয়ান জানান, ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।