করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ বাড়িয়ে ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত করেছে সরকার।
এ সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সরকার আরোপিত নিষেধাজ্ঞা অনুযায়ী, উন্মুক্ত স্থান বা ভবনের ভেতর শতাধিক মানুষের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সমাবেশ করা যাবে না। যারা সমাবেশে যোগ দেবেন, তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সনদ সঙ্গে রাখতে হবে।
দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠার মধ্যে গত ১০ জানুয়ারি চলাচলে চতুর্থবারের মতো বিধিনিষেধ দেয় সরকার।
ওই বিধিনিষেধ অনুযায়ী, গণপরিবহনে যাত্রী বহন করতে হবে ধারণক্ষমতার অর্ধেক। মাস্ক ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে বলা হয়, বিধিনিষেধ ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
এ নিয়ে চতুর্থবারের মতো দেশে এই ধরনের বিধিনিষেধ জারি হয়।
ওই সময় ১১টি বিধিনিষেধ দেয়া হয়, যার মধ্যে একটি হলো সমাবেশে নিষেধাজ্ঞা। সামাজিক-রাজনৈতিক কোনো জমায়েতই করা যাবে না।এর আগে ২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর প্রথম, ২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো লকডাউন দেয়ার সময় দ্বিতীয় দফা, একই বছরের জুলাইয়ে শাটডাউন দেয়ার সময় তৃতীয় দফায় এই ধরনের বিধিনিষেধ দেয়া হয়।