শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের বিশেষ বুথে করোনার নমুনা দিতে পারবে শিক্ষার্থীরা।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য বুধবার সরকার অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা করোনার নমুনা দিতে পারবেন। ল্যাব থেকেই পরীক্ষার ফলাফল দেয়া হবে। এ জন্য শর্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে সরকার নির্ধারিত ১০০টাকা ফি দিতে হবে।
প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সর্বোচ্চ ২৫ জন করোনা পরীক্ষা করাতে পারবেন। সামনে পরিস্থিতি বুঝে ও কিট পাওয়া সাপেক্ষে নমুনা পরীক্ষার সংখ্যা ও নমুনা প্রদানের সময় বাড়ানো হবে।’