জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ইউনিটে ফাঁকা থাকা মোট ৫৪৩টি আসনের বিপরীতে মনোনীত বিষয় পেয়েছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টিতে ৩টি ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৭৬৫টি। সে হিসেবে এখনো ফাঁকা রয়েছে ১৯.৬৩ শতাংশ (প্রায় ২০ শতাংশ) আসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও আইটি সেল সূত্রে বুধবার এসব তথ্য জানা যায়।
রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ ফেব্রুয়ারির মধ্যে সপ্তম মেধাতালিকার ভর্তি ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
আরও বলা হয়, ৫ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মনোনীত বিভাগে কাগজপত্র জমা দেয়া যাবে এবং ৬ ফেব্রুয়ারি ডিন অফিসে স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধের আবেদন করা যাবে।
আইটি সেলের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, বিজ্ঞানে (এ ইউনিট) ৪ হাজার ১৫০ মেধাক্রম থেকে ৪ হাজার ৫৩২ পর্যন্ত, মানবিকে (বি ইউনিট) ১ হাজার ৭৭৫ থেকে ১ হাজার ৮৭৮ মেধাক্রম পর্যন্ত এবং বাণিজ্য (সি ইউনিট) ১ হাজার ১৫২ থেকে ১ হাজার ২৪৬ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়ন পেয়েছে।
ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা নগদ, রকেট কিংবা শিউর ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবেন।
ভর্তির যাবতীয় বিষয় http://admission.jnu.ac.bd/adn2021 এই ওয়েবসাইটে পাওয়া যাবে।