গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একের পর এক জেব্রার মৃত্যুর ঘটনায় এবার প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকে প্রত্যাহার করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। নতুন দায়িত্ব দেয়া হয়েছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের ঢাকার সংরক্ষক মোল্যা রেজাউল করিমকে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
এর আগে, জেব্রার মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি কর্মকর্তা হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে মন্ত্রণালয়।
তাদের পরিবর্তে দায়িত্ব পান ফরিদপুরের সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এবং কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সাফারি পার্কে গত ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ১১টি জেব্রার মৃত্যু হয়েছে, যা নিয়ে তদন্ত চলছে।
এরই মধ্যে গত রোববার পার্ক পরিদর্শন শেষে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অভিযোগ তোলেন, পার্কে জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ‘১১ জেব্রার মৃত্যু স্বাভাবিক ছিল না। জেব্রাগুলোকে হত্যা করা হয়েছে। সাফারি পার্কের কর্মকর্তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে একে অপরকে ফাঁসানোর জন্য এই জেব্রাগুলো হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমি মামলা করব।
‘গত মাসে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছে। এটা কেউ জানে না। এত মূল্যবান প্রাণী মারা যাচ্ছে, অথচ পার্ক কর্তৃপক্ষ তথ্য গোপন করে যাচ্ছে। পার্কে ১০টি বাঘ ছিল, একটি পুরুষ বাঘ মারা যাওয়ায় এখন মোট বাঘের সংখ্যা ৯টি।’
জেব্রাগুলোকে হত্যার অভিযোগ তদন্তে সাফারি পার্কের কর্মকর্তাদের বদলি করা জরুরি বলেও মত দিয়েছিলেন এমপি।