জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), তার অধীন দপ্তর কাস্টমস ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তাদের স্থাবর-অস্থাবর সব সম্পদের হিসাব চেয়েছে সংস্থাটি।
সরকারি নির্দেশ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে এনবিআরের নীতিনির্ধারক পর্যায়ের এক কর্মকর্তা নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ২৫ জানুয়ারি এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কাছে নির্ধারিত ফরমে স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব জরুরি ভিত্তিতে স্ব-স্ব বিভাগের বোর্ড প্রশাসন দপ্তরে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
এনবিআর কর্মকর্তারা বলছেন, অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো তাদেরও প্রতি বছর আয়কর রিটার্ন জমা দিতে হয়। সেখানে সম্পদের সব তথ্য থাকে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে নির্দেশ জারি করেছে, এনবিআর তা বাস্তবায়ন করেছে।
যাদের করযোগ্য আয় নেই, তাদেরও সম্পদ বিবরণীর হিসাব দিতে হবে বলে নির্দেশনায় বলা হয়।
এনবিআরের বোর্ড প্রশাসন থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন ২০১৮-এর আওতাভুক্ত মন্ত্রণালয়/দপ্তর/অধীন সংস্থায় কর্মরত সব সরকারি কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিল, উক্ত সম্পদ বিবরণীর ডাটাবেজ তৈরি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্থাবর সম্পত্তি অর্জন ও বিক্রয়ের অনুমতি গ্রহণের বিষয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর ১১, ১২ ও ১৩ বিধি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিপালনের মাধ্যমে জরুরি ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসন বরাবর প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’