মেয়রের একান্ত সচিব শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হলেও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন মেয়র আতিকুল ইসলাম।’
আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
মঙ্গলবার নমুনা পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়েছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন মেয়রের একান্ত সচিব শাহ্ মোজাহিদ উদ্দিন।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হলেও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন মেয়র আতিকুল ইসলাম।’
তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো বলেও জানান তিনি। দ্রুত সুস্থতায় সবার দোয়া চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।
২০২০ সালের করোনাভাইরাসের প্রথম ঢেউ শুরু হলে একবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আতিকুল ইসলাম। সে বছরের অক্টোবরে প্রথমবার সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি।