বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা: নিহত ৩

  •    
  • ২ ফেব্রুয়ারি, ২০২২ ০৮:৩৯

গেটম্যান সাইফুজ্জামান জানান, লেভেলক্রসিংয়ের গেটের কাজ চলছে। ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। প্রাইভেট কারচালক সেটি না দেখে লাইনের ওপর গাড়ি উঠিয়ে দেন।

দিনাজপুরের বিরামপুরে প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন।

উপজেলার ঘোড়াঘাট রেলঘুন্টি এলাকায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার হাফিজুর রহমান সাহা, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া মহিষের মোড়ের আতিয়ার রহমান ও একই উপজেলার লোহানীপাড়ার মাসুম হোসেন সুজন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঘোড়াঘাট রেলঘুন্টি এলাকা পার হওয়ার সময় হিলিগামী একটি প্রাইভেট কার লাইনে উঠে যায়। ওই প্রাইভেট কারে ছয় থেকে সাতজন যাত্রী ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, ‘ঘন কুয়াশা ও লেভেলক্রসিংয়ের গেট নামানো না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।’

গেটম্যান সাইফুজ্জামান জানান, লেভেলক্রসিংয়ের গেটের কাজ চলছে। ট্রেন আসার সময় রশি দিয়ে গেট বন্ধ করা হয়েছিল। প্রাইভেট কারচালক সেটি না দেখে লাইনের ওপর গাড়ি উঠিয়ে দেন।

এ বিভাগের আরো খবর