করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত ঘোষিত ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. নজরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ৪০তম বিসিএসের সাধারণ/কারিগরি ও পেশাগত ক্যাডারের পদে সাময়িকভাবে উত্তীর্ণ ৭৫১ জনের মৌখিক পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে। তা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন। পরীক্ষা দেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেয়ার কথা রয়েছে।