সিলেটের সুনামগঞ্জে হেঁটে হেঁটে বোনের বাসায় যাওয়ার সময় উত্ত্যক্তের শিকার এক কিশোরী জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ কল করার পর উত্ত্যক্তকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে কয়েকজন কিশোর ও যুবক সেই কিশোরীকে দেখে নানা বাজে মন্তব্য শুরু করে এবং পিছু নেয়।
সে সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চান সেই কিশোরী। এরপর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশসহ এসে একজনকে হাতেনাতে ধরে জরিমানা করে।
সেই তরুণের নাম ইমন মিয়া। তিনি সুনামগঞ্জ সদর থানাধীন মঙ্গলকাটা জাহাঙ্গীর নগরের বাসিন্দা। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।
জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার নিউজবাংলাকে বলেন, ‘একজন কিশোরী সুনামগঞ্জ সদর থেকে ফোন করে জানান, তিনি বিকেলে হেঁটে হেঁটে তার বোনের বাসায় যাচ্ছিলেন। সে সময় কয়েকজন বখাটে ছেলে তাকে দেখে নানা মন্তব্য করে তার নাম-ঠিকানা জানতে চায় এবং তার পিছু পিছু আসছে। ছেলেগুলো আগের দিনও তাকে উত্ত্যক্ত করেছিল।’
৯৯৯-এর কলটেকার কনস্টেবল মেহেদি হাসান কলটি রিসিভ করেন। তিনি তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর থানাকে বিষয়টি জানান। এরপর সেখান থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হলে তিনিও সেখানে পৌঁছান।