ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা আক্তার বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি রওনা হয়। সেখানে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।’
রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় টিনশেড বাড়িতে আগুন নিয়ন্ত্রণে এসেছে লাগার কিছু সময়ের মধ্যেই।
মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা আক্তার।
তিনি বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি রওনা হয়। সেখানে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।’
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।