দীর্ঘ ৮১ দিন চিকিৎসা নিয়ে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএনপি।
বিএনপি কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাসায় আসবেন।’
খালেদার বাসায় ফেরা ও তার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।
বিএনপি নেত্রীর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড হাসপাতাল অডিটরিয়ামের ১১ তলায় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবে।
১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার।
হাসপাতালে ভর্তির পর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানা সময়ে নানা ধরনের কথা বলেছে বিএনপি। অনেক সময় বিএনপি চেয়ারপারসনকে সংকটাপন্ন, মুমূর্ষু বলেও বক্তব্য আসে দলটির নেতাদের কাছ থেকে।
অবশ্য তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড জানায়, খালেদা জিয়ার প্রধান অসুখ লিভার সিরোসিস। সে কারণে তিনি সে সময় কোনো খাবারও খেতে পারছিলেন না।
এমন অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জোর দাবি জানায় বিএনপি। সে দাবিতে মাঠেও নামেন দলটির নেতা-কর্মীরা। খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবিতে সারা দেশে বিক্ষোভসহ বেশ কিছু কর্মসূচি এমনকি অনশনেরও ডাক দিয়েছিল বিএনপি।
এমন আন্দোলন করেও খুব সুবিধা করতে পারেনি দলটি। সরকারের পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই।
খালেদার পরিবারের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য দুইবার সরকারের কাছে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার।
এসব আবেদন নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বারবার বলেছেন, বিএনপিপ্রধানের করা আবেদনটি ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী আগেই নিষ্পত্তি হয়ে যাওয়ায় তাকে বিদেশ যেতে অনুমতি দেয়ার আইনি কোনো সুযোগ নেই।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়ার দণ্ড পরে আপিলে দ্বিগুণ হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার ৭ বছরের কারাদণ্ড হয়।
উচ্চ আদালতে জামিন করাতে ব্যর্থ হওয়ার পর খালেদা জিয়ার স্বজনরা গত বছর প্রধানমন্ত্রীর কাছে আবেদন নিয়ে যান। সরকারপ্রধানের নির্বাহী আদেশে দণ্ড ছয় মাসের জন্য স্থগিত হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।
এরপর তার সাময়িক মুক্তির মেয়াদ আরও কয়েক দফা বাড়ানো হয়।