মাঘের শেষে এসে সারা দেশে বইছে শৈত্যপ্রবাহ। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাও রেকর্ড হয়েছে সোমবার। জবুথবু দেশের মানুষ।
শৈত্যপ্রবাহ মঙ্গলবার থেকেই কেটে যাওয়ার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আভাস মিলেছে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এই ধারা অব্যাহত থাকার কথাও বলছে আবহাওয়াবিদরা।
শীত কমলেও তিন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি চলে গেলে নিশ্চিত হওয়া যাবে, এ বছর শীত বিদায় নিচ্ছে না আরও কিছুদিন থাকবে।
দেশের সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে হিমালয়ঘেঁষা পঞ্চগড়ে। জেলার তেঁতুলিয়ায় সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ নিউজবাংলাকে বলেন, ‘ঢাকায় মঙ্গলবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে। শুধু ঢাকাই নয়, সারা দেশেই তাপমাত্রা বাড়তে থাকবে। তবএ তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও আছে।’
আব্দুল হামিদ আরও বলেন, ‘শীত এবারের মতো বিদায় নেবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না। কারণ সামনে একটি বৃষ্টির ইভেন্ট আছে।
‘বুধবার সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দু-এক দিন পরই দেশব্যাপী মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’
তিনি জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকতে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
অবশ্য এ সময় দেশের বেশির ভাগ জেলায় উঁকি দেবে সূর্য।