ঢাকার সাভারে একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথা ও দুই পা বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি পলিথিনে মোড়ানো ছিল ওই মরদেহটি।
এর আগে গত ২৫ জানুয়ারি পাশের উপজেলা ধামরাইয়ের একটি পরিত্যক্ত স্থান থেকে একইভাবে পলিথিনে মোড়ানো এক নারীর দুটি পা উদ্ধার করেছিল পুলিশ। আর ফরিদপুরে পাওয়া গেছে শুধু একটি মাথা।
এই তিনটি উদ্ধার ঘটনার যোগসূত্র খুঁজছে পুলিশ।
সোমবার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর খাল থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বিকেলে সাদাপুর খালের পাশের সড়ক দিয়ে হাটার সময় পথচারীরা পলিথিনে মোড়ানো মরদেহটি দেখতে পান। পরে এই খবরটি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষ গিয়ে ভিড় করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।
সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘খালের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে মাথা ও পা পাওয়া যায়নি। তাই পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘গত ২৫ জানুয়ারি ধামরাই থানায় একই কায়দায় পলিথিনে মোড়ানো এক নারীর বিচ্ছিন্ন দুটি পা উদ্ধার হয়েছিল। আর ফরিদপুর থেকেও এক নারীর শুধু মাথা উদ্ধারের সংবাদ পেয়েছি। আমরা মরদেহের ডিএনএ টেস্টের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’
তিনি জানান, ডিএনও প্রতিবেদন পেলে ওই তিনটি উদ্ধার ঘটনা একই নারীর সঙ্গে সম্পর্কীত কি-না জানা যাবে।